পয়দায়েশ 10:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

17. পরে কেনানীয়দের গোষ্ঠীগুলো ছড়িয়ে পড়লো।

18. সিডন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত,

19. এবং সাদুম, আমুরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কেনানীয়দের সীমা ছিল।

20. নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরা হামের সন্তান।

পয়দায়েশ 10