2. দুনিয়া আকারবিহীন ও শূন্য ছিল এবং অন্ধকারে ঢাকা গভীর পানির উপরে ছিল, আর আল্লাহ্র রূহ্ পানির উপরে বিচরণ করছিলেন।
3. আল্লাহ্ বললেন, আলো হোক; তাতে আলো হল।
4. তখন আল্লাহ্ আলো উত্তম দেখলেন এবং আল্লাহ্ অন্ধকার থেকে আলো পৃথক করলেন।
5. আল্লাহ্ আলোর নাম ‘দিন’ ও অন্ধকারের নাম ‘রাত’ রাখলেন। আর সন্ধ্যা ও সকাল হলে তা প্রথম দিন হল।