47. কিন্তু সোলায়মান তাঁর জন্য একটি গৃহ নির্মাণ করলেন।
48. তবুও যিনি সর্বশক্তিমান, তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না; যেমন নবী বলেন,
49. “বেহেশত আমার সিংহাসন, দুনিয়া আমার পাদপীঠ;প্রভু বলেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করবে?
50. অথবা আমার বিশ্রাম-স্থান কোথায়?আমারই হাত কি এসব নির্মাণ করে নি?”