24. কিন্তু আল্লাহ্ মৃত্যু-যন্ত্রণা থেকে মুক্ত করে তাঁকে উঠিয়েছেন; কেননা তাঁকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না।
25. কারণ দাউদ তাঁর বিষয়ে বলেন,“আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখতাম;কারণ তিনি আমার ডান পাশে আছেন, যেন আমি বিচলিত না হই।
26. এজন্য আমার অন্তর আনন্দিত ও আমার জিহ্বা উল্লসিত হল;আবার আমার দেহও প্রত্যাশায় প্রবাস করবে;