প্রেরিত 2:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. কেননা তোমরা যে অনুমান করছো, এরা মাতাল, তা নয়, কারণ এখন তো সকাল নয় ঘটিকা মাত্র।

16. কিন্তু এটি সেই ঘটনা, যার কথা যোয়েল নবীর মধ্য দিয়ে বলা হয়েছে,

17. “শেষ কালে এরকম হবে, এই কথা আল্লাহ্‌ বলছেন,আমি মানুষের উপরে আমার রূহ্‌ সেচন করবো;তাতে তোমাদের পুত্ররা ও তোমাদের কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,আর তোমাদের যুবকেরা দর্শন পাবে,এবং তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে।

প্রেরিত 2