10. মিসর এবং লিবিয়া দেশস্থ কুরীণীর নিকটবর্তী অঞ্চল-নিবাসী এবং প্রবাসকারী রোমীয় ইহুদী ও ইহুদী-ধর্মাবলম্বী অ-ইহুদী লোকেরা এবং ক্রীটীয় ও আরবীয় লোক যে আমরা,
11. আমাদের নিজ নিজ ভাষায় ওদেরকে আল্লাহ্র মহৎ মহৎ কাজের কথা বলতে শুনছি।
12. এভাবে তারা সকলে চমৎকৃত হল ও হতবুদ্ধি হয়ে পরস্পর বলতে লাগল, এর অর্থ কি?
13. অন্য লোকেরা পরিহাস করে বললো, ওরা মিষ্ট আঙ্গুর-রসে মাতাল হয়েছে।
14. কিন্তু পিতর এগার জনের সঙ্গে দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে তাদের কাছে বক্তৃতা করে বললেন, হে ইহুদী লোকেরা, হে জেরুশালেম-নিবাসী সকলে, তোমরা এই কথা জেনে রাখ এবং আমার কথা শুন।
15. কেননা তোমরা যে অনুমান করছো, এরা মাতাল, তা নয়, কারণ এখন তো সকাল নয় ঘটিকা মাত্র।
16. কিন্তু এটি সেই ঘটনা, যার কথা যোয়েল নবীর মধ্য দিয়ে বলা হয়েছে,
17. “শেষ কালে এরকম হবে, এই কথা আল্লাহ্ বলছেন,আমি মানুষের উপরে আমার রূহ্ সেচন করবো;তাতে তোমাদের পুত্ররা ও তোমাদের কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,আর তোমাদের যুবকেরা দর্শন পাবে,এবং তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে।
18. আবার আমার গোলামদের উপরেএবং আমার বাঁদীদের উপরে সেই সময়ে আমি আমার রূহ্ সেচন করবো,আর তারা ভবিষ্যদ্বাণী বলবে।
19. আমি উপরে আসমানে নানা অদ্ভুত লক্ষণএবং নিচে দুনিয়াতে নানা চিহ্ন রক্ত, আগুন ও ধোঁয়া দেখাবো।
20. প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের আগেসূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র রক্ত হয়ে যাবে;
21. আর এরকম হবে, যে কেউ প্রভুর নামে ডাকবে,সেই নাজাত পাবে।”
22. হে ইসরাইল লোকেরা, এসব কথা শোন। নাসরতীয় ঈসা কুদরতি-কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্নগুলো দ্বারা তোমাদের কাছে আল্লাহ্-কর্তৃক প্রমাণিত মানুষ; তাঁরই দ্বারা আল্লাহ্ তোমাদের মধ্যে ঐ সমস্ত কাজ করেছেন, যা তোমরা নিজেরাই জান।
23. সেই ব্যক্তিকে আল্লাহ্ তাঁর নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে তোমাদের হাতে দিলে তোমরা তাঁকে অধর্মীদের দ্বারা ক্রুশে দিয়ে হত্যা করেছিলে।
24. কিন্তু আল্লাহ্ মৃত্যু-যন্ত্রণা থেকে মুক্ত করে তাঁকে উঠিয়েছেন; কেননা তাঁকে ধরে রাখবার সাধ্য মৃত্যুর ছিল না।