প্রেরিত 15:12-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তখন সমস্ত লোক নীরব হয়ে রইলো; আর বার্নাবাসের ও পৌলের দ্বারা অ-ইহুদীদের মধ্যে আল্লাহ্‌ কি কি চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ সাধন করেছেন, তা তাঁদের কাছেই শুনতে লাগল।

13. তাঁদের কথা শেষ হলে পর ইয়াকুব জবাবে বললেন, ‘হে ভাইয়েরা, আমার কথা শোন।

14. আল্লাহ্‌ তাঁর নামের জন্য অ-ইহুদীদের মধ্য থেকে এক দল লোক গ্রহণ করবার জন্য কিভাবে প্রথমে তাদের তত্ত্ব নিয়েছিলেন তা শিমোন বর্ণনা করেছেন।

15. আর নবীদের কালাম তার সঙ্গে মিলে, যেমন লেখা আছে,

16. “এর পরে আমি ফিরে আসবো,দাউদের পড়ে যাওয়া কুটির পুনরায় গাঁথব,তার ধ্বংসস্থানগুলো পুনরায় গাঁথব,আর তা পুনরায় স্থাপন করবো;

প্রেরিত 15