2. তিনি আল্লাহ্-ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সঙ্গে আল্লাহ্কে ভয় করতেন। তিনি লোকদেরকে অনেক দান-খয়রাত করতেন এবং সব সময় আল্লাহ্র কাছে মুনাজাত করতেন।
3. এক দিন অনুমান বিকাল তিন ঘটিকার সময়ে তিনি দর্শনে স্পষ্ট দেখলেন যে, আল্লাহ্র এক ফেরেশতা তার কাছে ভিতরে এসে বলছেন, কর্ণীলিয়।
4. তখন তিনি তাঁর প্রতি এক দৃষ্টে চেয়ে ভয় পেয়ে বললেন, প্রভু, কি চান? ফেরেশতা তাঁকে বললেন, তোমার মুনাজাত ও তোমার দানগুলো স্মরণীয় হিসেবে ঊর্ধ্বে আল্লাহ্র সম্মুখে উপস্থিত হয়েছে।