1. আর সার্দিতে অবস্থিত মণ্ডলীর ফেরেশতাকে এই কথা লিখ—যিনি আল্লাহ্র সাতটি রূহ্ এবং সাতটি তারা ধারণ করেন, তিনি এই কথা বলেন; আমি তোমার কাজগুলোর কথা জানি; তোমার জীবন নামমাত্র; তুমি মৃত।
2. তুমি জাগ্রত হও এবং অবশিষ্ট যেসব বিষয় মৃতপ্রায় হয়েছে তা সুস্থির কর; কেননা আমি তোমার কোন কাজ আমার আল্লাহ্র সাক্ষাতে সিদ্ধ হতে দেখি নি।