1. পরে আমি একটি নতুন আসমান ও একটি নতুন দুনিয়া দেখলাম; কেননা প্রথম আসমান ও প্রথম দুনিয়া বিলুপ্ত হয়েছে এবং সমুদ্র আর ছিল না।
2. আর আমি দেখলাম, পবিত্র নগরী, নতুন জেরুশালেম, বেহেশত থেকে, আল্লাহ্র কাছ থেকে নেমে আসছে; সে তার বরের জন্য সুসজ্জিত কনের মত প্রস্তুত হয়েছিল।
3. পরে আমি সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম,দেখ, মানুষের সঙ্গে আল্লাহ্র আবাস;তিনি তাদের সঙ্গে বাস করবেনতারা তাঁর লোক হবে।আল্লাহ্ নিজে তাদের সঙ্গে থাকবেনও তাদের আল্লাহ্ হবেন।
4. আর তিনি তাদের চোখের সমস্ত পানি মুছে দেবেন;মৃত্যু আর হবে না;শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হবে না;কারণ প্রথম বিষয়গুলো বিলুপ্ত হল।
5. আর যিনি সিংহাসনে বসে আছেন, তিনি বললেন, দেখ, আমি সকলই নতুন করে তৈরি করছি। পরে তিনি বললেন, লেখ, কেননা এসব কথা বিশ্বাসযোগ্য ও সত্য।
6. পরে তিনি আমাকে বললেন, হয়েছে; আমি আল্ফা এবং ওমেগা আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাকে জীবন-পানির ফোয়ারা থেকে বিনামূল্যে পানি দেব।
7. যে জয় করে, সে এই সবকিছুর অধিকারী হবে; এবং আমি তার আল্লাহ্ হব ও সে আমার পুত্র হবে।
8. কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, নরহন্তা, পতিতাগামী, মায়াবী, মূর্তিপূজক তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর স্থান হবে আগুন ও গন্ধকে জ্বলন্ত হ্রদে; এটিই দ্বিতীয় মৃত্যু।