প্রকাশিত কালাম 18:13-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. এবং দারুচিনি, এলাচি, ধূপ, সুগন্ধি লেপ্যদ্রব্য, কুন্দুরু, আঙ্গুর-রস, তেল, উত্তম সুজি ও গম, পশু ও ভেড়া; এবং ঘোড়া, রথ ও গোলাম ও মানুষের প্রাণ।

14. আর তোমার প্রাণ যে সমস্ত ফল কামনা করতো,তা তোমার কাছ থেকে দূর হয়েছে,এবং তোমার সমস্ত ধন ও জাঁকজমক বিনষ্ট হয়েছে;লোকে তা আর কখনও পাবে না।

15. ঐ সকলের যে বণিকেরা তার ধনে ধনবান হয়েছিল, তারা তার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়িয়ে কান্নাকাটি ও মাতম করতে করতে বলবে,

16. হায়! হায়! সেই মহানগরীর দুর্ভাগ্য,যে মসীনা-কাপড়, বেগুনি কাপড়,ও লাল রংয়ের কাপড় পরা ছিল,এবং সোনা ও বহুমূল্য মণি মুক্তায় ভূষিত ছিল!

17. কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহা সম্পত্তি ধ্বংস হয়ে গেল। আর প্রত্যেক প্রধান কর্মকর্তা ও সমুদ্রপথে যে কেউ যাতায়াত করে এবং মাল্লারা ও সমুদ্রের ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়িয়ে থাকল,

প্রকাশিত কালাম 18