1. এসব কিছুর পরে আমি বেহেশত থেকে আর এক জন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম; তিনি মহাক্ষমতা সম্পন্ন এবং তাঁর প্রতাপে দুনিয়া আলোতে পূর্ণ হল।
2. তিনি খুব জোরে ডেকে বললেন,‘পড়লো, পড়লো মহতী ব্যাবিলন;সে বদ-রূহ্দের আবাস, সমস্ত নাপাক রূহের কারাগার,ও সমস্ত নাপাক ও ঘৃণ্য পাখির কারাগার হয়ে পড়েছে।
3. কেননা সমুদয় জাতি তার জেনার গজবের মদ পান করেছে,এবং দুনিয়ার বাদশাহ্রা তার সঙ্গে জেনা করেছে,এবং দুনিয়ার বণিকেরা তার বিলাসিতার প্রভাবে ধনবানহয়েছে।’
4. পরে আমি বেহেশত থেকে এরকম আর একটি বাণী শুনলাম,‘হে আমার লোকেরা, এর মধ্য থেকে বের হয়ে এসো,যেন ওর গুনাহ্গুলোর সহভাগী না হও,এবং ওর আঘাতগুলো যেন না পাও।
5. কেননা ওর গুনাহ্ আসমান পর্যন্ত উঁচু হয়েছে,এবং আল্লাহ্ ওর অপরাধগুলো স্মরণ করেছেন।
6. সে যেরকম ব্যবহার করতো,তোমরাও তার প্রতি সেরকম ব্যবহার কর;আর তার কাজ অনুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাকে দাও;সে যে পাত্রে পানীয় প্রস্তুত করতো,সেই পাত্রে তার জন্য দ্বিগুণ পরিমাণে পানীয় প্রস্তুত কর।