প্রকাশিত কালাম 18:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. এসব কিছুর পরে আমি বেহেশত থেকে আর এক জন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম; তিনি মহাক্ষমতা সম্পন্ন এবং তাঁর প্রতাপে দুনিয়া আলোতে পূর্ণ হল।

2. তিনি খুব জোরে ডেকে বললেন,‘পড়লো, পড়লো মহতী ব্যাবিলন;সে বদ-রূহ্‌দের আবাস, সমস্ত নাপাক রূহের কারাগার,ও সমস্ত নাপাক ও ঘৃণ্য পাখির কারাগার হয়ে পড়েছে।

3. কেননা সমুদয় জাতি তার জেনার গজবের মদ পান করেছে,এবং দুনিয়ার বাদশাহ্‌রা তার সঙ্গে জেনা করেছে,এবং দুনিয়ার বণিকেরা তার বিলাসিতার প্রভাবে ধনবানহয়েছে।’

প্রকাশিত কালাম 18