প্রকাশিত কালাম 16:4-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. পরে তৃতীয় ফেরেশতা নদ-নদী ও পানির ফোয়ারাগুলোর উপরে তাঁর বাটিটি ঢাললেন, তাতে সেসব রক্ত হয়ে গেল।

5. তখন আমি পানির উপরে যে ফেরেশতা ক্ষমতা পেয়েছে তাঁর এই বাণী শুনলাম,হে পবিত্র জন, তুমি ন্যায়পরায়ণ;তুমি আছ ও তুমি ছিলে,কারণ তুমি এই সব শাস্তি দিয়েছ;

6. কেননা ওরা পবিত্র লোকদেরও নবীদের রক্তপাত করেছিল;আর তুমি ওদেরকে পান করার জন্য রক্ত দিয়েছ;তারা এর যোগ্য।

7. পরে আমি কোরবানগাহ্‌র এই বাণী শুনলাম, হ্যাঁ, হে প্রভু আল্লাহ্‌, সর্বশক্তিমান, তোমার বিচার সত্য ও ন্যায়ে পূর্ণ।

8. পরে চতুর্থ ফেরেশতা সূর্যের উপরে তাঁর বাটিটি ঢাললেন; তাতে আগুন দ্বারা মানুষকে পুড়িয়ে দেবার ক্ষমতা তাকে দেওয়া হল।

9. তখন ভীষণ তাপে মানুষের শরীর পুড়ে গেল হল এবং যিনি এসব আঘাতের উপরে কর্তৃত্ব করেন, সেই আল্লাহ্‌র নামের কুফরী করলো; তাঁর গৌরব করার জন্য মন ফিরাল না।

প্রকাশিত কালাম 16