তখন আমি বেহেশত থেকে জোরে জোরে এই কথা বলতে শুনলাম,‘এখন নাজাত ও পরাক্রম ও আমাদের আল্লাহ্র রাজ্যএবং তাঁর মসীহের কর্তৃত্ব উপস্থিত হল;কেননা আমাদের ভাইদের উপরে যে দোষারোপকারী,যে দিনরাত আমাদের আল্লাহ্র সম্মুখে তাদের নামে দোষারোপ করে,সে নিপাতিত হল।