নাহূম 1:12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

মাবুদ এই কথা বলেন, পূর্ণশক্তি ও বহুসংখ্যক হলেও তারা অমনি ছিন্ন হবে এবং বাদশাহ্‌ অতীত হবে। হে এহুদা, আমি তোমাকে নত করেছি, আর নত করবো না।

নাহূম 1

নাহূম 1:11-15