নহিমিয়া 7:9-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।

10. আরহের সন্তান ছয় শত বাহান্ন জন।

11. যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ —মোয়াবের সন্তান দুই হাজার আট শত আঠার জন।

12. এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।

13. সত্তূর সন্তান আট শত পঁয়তাল্লিশ জন।

14. সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।

15. বিন্নূয়ির সন্তান ছয় শত আটচল্লিশ জন।

16. বেবয়ের সন্তান ছয় শত আটাশ জন।

17. আস্‌গদের সন্তান দুই হাজার তিন শত বাইশ জন।

18. অদোনীকামের সন্তান ছয় শত সাতষট্টি জন।

19. বিগ্‌বয়ের সন্তান দুই হাজার সাতষট্টি জন।

20. আদীনের সন্তান ছয় শত পঞ্চান্ন জন।

21. যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।

22. হশুমের সন্তান তিন শত আটাশ জন।

23. বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ জন।

24. হারীফের সন্তান এক শত বারো জন।

নহিমিয়া 7