7. তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়া, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্শন, মিসপরৎ, বিগ্বয়, নহূম ও বানা, এঁদের সঙ্গে ফিরে এল। সেই ইসরাইল লোকদের পুরুষ-সংখ্যা;
8. পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।
9. শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।
10. আরহের সন্তান ছয় শত বাহান্ন জন।
11. যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ —মোয়াবের সন্তান দুই হাজার আট শত আঠার জন।