54. বসলীতের সন্তান, মহীদার সন্তান, হর্শার সন্তান,
55. বর্কোসের সন্তান, সীষরার সন্তান, তেমহের সন্তান,
56. নৎসীহের সন্তান, হটীফার সন্তানবর্গ।
57. সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, সোফেরতের সন্তান, পরীদার সন্তান,
58. যালার সন্তান, দর্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান,
59. শফটিয়ের সন্তান, হটীলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমোনের সন্তানেরা।
60. নথীনীয়েরা ও সোলায়মানের গোলামদের সন্তান সবসুদ্ধ তিন শত বিরানব্বই জন ছিল।