31. মিক্মসের লোক এক শত বাইশ জন।
32. বেথেলের ও অয়ের লোক এক শত তেইশ জন।
33. অন্য নবোর লোক বায়ান্ন জন।
34. অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।
35. হারীমের সন্তান তিন শত বিশ জন।
36. জেরিকোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।
37. লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।
38. সনায়ার সন্তান তিন হাজার নয় শত ত্রিশ জন।
39. ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।
40. ইম্মেরের সন্তান এক হাজার বায়ান্ন জন।
41. পশ্হূরের সন্তান এক হাজার দুই শত সাতচল্লিশ জন।