17. আস্গদের সন্তান দুই হাজার তিন শত বাইশ জন।
18. অদোনীকামের সন্তান ছয় শত সাতষট্টি জন।
19. বিগ্বয়ের সন্তান দুই হাজার সাতষট্টি জন।
20. আদীনের সন্তান ছয় শত পঞ্চান্ন জন।
21. যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।
22. হশুমের সন্তান তিন শত আটাশ জন।
23. বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ জন।
24. হারীফের সন্তান এক শত বারো জন।
25. গিবিয়োনের সন্তান পঁচানব্বই জন।
26. বেথেলহেমের ও নটোফার লোক এক শত অষ্টাশি জন।
27. অনাথোতের লোক এক শত আটাশ জন।
28. বৈৎ-অম্মাবতের লোক বিয়াল্লিশ জন।
29. কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।