নহিমিয়া 3:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. হস্‌সনায়ার সন্তানেরা মৎস্য-দ্বার গাঁথল; তারা তার কড়িকাঠ তুললো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।

4. তাদের কাছে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করলো। তাদের কাছে মশেষবেলর পৌত্র বেরিখিয়ে পুত্র মশুল্লম মেরামত করলো। তাদের কাছে বানার পুত্র সাদোক মেরামত করলো।

5. তাদের কাছে তক্কোয়ীয়েরা মেরামত করলো, কিন্তু তাদের প্রধানবর্গরা তাদের প্রভুর কাজ করতে অস্বীকার করলো।

6. আর পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিয়ার পুত্র মশুল্লম পুরানো দ্বার মেরামত করলো; তারা তার কড়িকাঠ তুললো; এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।

7. তাদের কাছে গিবিয়োনীয় মলাটীয় ও মেরোনোথীয় যাদোন এবং গিবিয়োন ও মিস্‌পার লোকেরা মেরামত করলো, এই স্থানগুলো নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীনে।

নহিমিয়া 3