26. আর নথীনীয়েরা পূর্ব দিকে পানি-দ্বারের সম্মুখ পর্যন্ত ও বহির্গত উচ্চগৃহ পর্যন্ত ওফলে বাস করতো।
27. তারপর তকোয়ীয়েরা বহির্গত বিরাট উচ্চগৃহ থেকে ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।
28. ইমামেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেকে নিজ নিজ বাড়ির সম্মুখে, মেরামত করলো।
29. তারপর ইম্মেরের পুত্র সাদোক তার বাড়ির সম্মুখে মেরামত করলো এবং তারপর পূর্বদ্বার-রক্ষক— শখনিয়ের পুত্র— শমরিয় মেরামত করলো।
30. তারপর শেলিমিয়ের পুত্র হনানিয় ও সালোফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামত করলো; তারপর বেরিখিয়ের পুত্র মশুল্লম তার কুঠরীর সম্মুখে মেরামত করলো।
31. তারপর মল্কিয় নামে স্বর্ণকারদের এক জন নথীনীয়দের ও বণিকদের বাড়ি পর্যন্ত এবং কোণে উঠবার পথ পর্যন্ত হম্মিপ্কদ দ্বারের সম্মুখে মেরামত করলো।