নহিমিয়া 3:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে ইলীয়াশীব মহা-ইমাম ও তাঁর ভাই ইমামেরা উঠে মেষ-দ্বার গাঁথলেন; তাঁরা তা পবিত্র করলেন ও তার কবাট স্থাপন করলেন; আর হম্মেয়া উচ্চগৃহ থেকে হননেলের উচ্চগৃহ পর্যন্ত তা পবিত্র করলেন।

2. তাঁর কাছে জেরিকোর লোকেরা গাঁথল, আর তার কাছে ইম্রির পুত্র সক্কুর গাঁথল।

3. হস্‌সনায়ার সন্তানেরা মৎস্য-দ্বার গাঁথল; তারা তার কড়িকাঠ তুললো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল।

4. তাদের কাছে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামত করলো। তাদের কাছে মশেষবেলর পৌত্র বেরিখিয়ে পুত্র মশুল্লম মেরামত করলো। তাদের কাছে বানার পুত্র সাদোক মেরামত করলো।

নহিমিয়া 3