15. শবনিয়ের কুলে ইউসুফ,
16. হারীমের কুলে অদ্ন, মরায়েতের কুলে হিল্কয়, ইদ্দোর কুলে জাকারিয়া,
17. গিন্ন্নথোনের কুলে মশুল্লম, অবিয়ের কুলে সিখ্রি, মিনিয়ামীনের কুলে এক জন মোয়দিয়ের কুলে পিল্টয়,
18. বিল্গার কুলে সম্মুয়, শময়িয়ের কুলে যিহোনাথন,
19. যোয়ারীবের কুলে মত্তনয়, যিদয়িয়ের কুলে উষি,
20. সলয়ের কুলে কলয়, আমোকের কুলে এবর,
21. হিল্কিয়ের কুলে হশবিয়, যিদয়িয়ের কুলে নথনেল।
22. ইলিয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের পিতৃকুলপতিদের এবং পারসীক দারিয়ুসের রাজত্বকালে ইমামদের নাম খান্দাননামায় লেখা হল।
23. লেবীয় বংশজাত পিতৃ-কুলপতিদের নাম বংশাবলি-কিতাবে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেখা হল।