24. আর এহুদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র অধীনে নিযুক্ত ছিল।
25. আর সমস্ত গ্রাম ও তৎসংক্রান্ত ক্ষেতের বিষয়; এহুদা-সন্তানেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্বে ও তার উপনগরগুলোতে, দীবোনে ও তার উপনগরগুলোতে, যিকব্সেলে ও তার গ্রামগুলোতে
26. আর যেশূয়েতে, মোলাদাতে, বৈৎপেলটে,
27. হৎসর-শুয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলোতে,
28. সিক্লগে, মকোনাতে ও তার উপনগরগুলোতে,
29. ঐন্-রিম্মোণে, সরায় ও যম্মুতে,