নহিমিয়া 10:17-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. আটের, হিষ্কিয়, অসূর,

18. হোদিয়, হশুম, বেৎসয়,

19. হারীফ, অনাথোৎ, নবয়,

20. মগ্‌পীয়শ, মশুল্লম, হেষীর,

21. মশেষবেল, সাদোক, যদ্দুয়,

22. পলটিয়, হানন, অনায়,

23. হোশেয়, হনানিয়, হশূব,

24. হলোহেশ, পিল্‌হ, শোবেক,

25. রহূম, হশব্‌না, মাসেয়,

26. এবং অহিয়, হানন, অনান,

27. মল্লুক, হারীম, বানা।

28. আর লোকদের অবশিষ্ট লোকেরা, ইমাম, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যেসব লোক নানাদেশীয় জাতিদের থেকে নিজেদেরকে পৃথক করে আল্লাহ্‌র শরীয়তের পক্ষ হয়েছিল, তারা সকলে, তাদের স্ত্রী ও পুত্র কন্যাদের, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে,

29. নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকলো এবং শপথ-পূর্বক এই কসম করলো, আমরা আল্লাহ্‌র গোলাম মূসার মধ্য দিয়ে দেওয়া আল্লাহ্‌র শরীয়ত-পথে চলবো, আমাদের প্রভু মাবুদের হুকুম, অনুশাসন ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবো;

নহিমিয়া 10