আর তোমরা মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করে যে গুনাহ্ করেছিলে, তাঁর অসন্তোষজনক তোমাদের সেসব গুনাহ্র জন্য আমি আগের মত চল্লিশ দিন ও চল্লিশ রাত মাবুদের সম্মুখে উবুড় হয়ে রইলাম, কোন রুটি ভোজন বা পানি পান করি নি।