দ্বিতীয় বিবরণ 33:8-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আর লেবির বিষয়ে তিনি বললেন,তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীমও ঊরীম রয়েছে;যার পরীক্ষা তুমি মঃসাতে করলে,যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়াকরলে।

9. সে তার পিতার ও তার মাতার বিষয়েবললো,আমি তাকে দেখি নি;সে তার ভাইদেরকে স্বীকার করলো না,তার সন্তানদেরকেও চিনলো না;কেননা তারা তোমার কালাম রক্ষাকরেছে,এবং তোমার নিয়ম পালন করে।

10. তারা ইয়াকুবকে তোমার অনুশাসন, ইসরাইলকে তোমার শরীয়ত শিক্ষা দেবে;তারা তোমার সম্মুখে ধূপ রাখবে।তোমার কোরবানগাহ্‌র উপরে পূর্ণাহুতিরাখবে।

দ্বিতীয় বিবরণ 33