26. হে যিশুরূণ, আল্লাহ্র মত আর কেউনেই;তিনি তোমার সাহায্যের জন্য আকাশরথে,নিজের গৌরবে আসমান-পথে যাতায়াতকরেন।
27. অনাদি আল্লাহ্ তোমার বাসস্থান,নিম্নে তাঁর অনন্তস্থায়ী বাহুযুগল;তিনি তোমার সম্মুখ থেকে দুশমনকে দূরকরলেন,আর বললেন, বিনাশ কর।
28. তাই ইসরাইল নির্ভয়ে বাস করে,ইয়াকুবের উৎস একাকী থাকে,শস্য ও আঙ্গুর-রসের দেশে বাস করে;আর তার আসমান হতেও শিশির ঝরেপড়ে।
29. হে ইসরাইল! সুখী তুমি, তোমার মত কেআছে?তুমি মাবুদ কর্তৃক উদ্ধার পাওয়া জাতি,তিনি তোমার সাহায্যের ঢাল,তোমার ঔৎকর্ষের তলোয়ার।তোমার দুশমনেরা তোমার কর্তৃত্ব স্বীকারকরবে,আর তুমিই তাদের সমস্ত উচ্চস্থলী দলনকরবে।