21. সে নিজের জন্য অগ্রিমাংশ নিরীক্ষণকরলো;কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিতহল;আর সে লোকদের নেতৃবর্গের সঙ্গেআসলো;মাবুদের ধার্মিকতা সিদ্ধ করলো,ইসরাইল সম্বন্ধে তাঁর অনুশাসন সিদ্ধকরলো।
22. আর দানের বিষয়ে তিনি বললেন,দান সিংহের বাচ্চা, যে বাশন থেকে লাফদেয়।
23. আর নপ্তালির বিষয়ে তিনি বললেন,নপ্তালি! তুমি তাঁর সন্তোষে তৃপ্ত,আর মাবুদের দোয়ায় পরিপূর্ণ;তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
24. আর আশেরের বিষয়ে তিনি বললেন,পুত্রদের দ্বারা আশের দোয়াযুক্ত হোক,সে তার ভাইদের কাছে অনুগ্রহের পাত্রহোক,তার পা তেলে ডুবে থাকুক।
25. তোমার অর্গল লোহা ও ব্রোঞ্জের হবে,তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।
26. হে যিশুরূণ, আল্লাহ্র মত আর কেউনেই;তিনি তোমার সাহায্যের জন্য আকাশরথে,নিজের গৌরবে আসমান-পথে যাতায়াতকরেন।
27. অনাদি আল্লাহ্ তোমার বাসস্থান,নিম্নে তাঁর অনন্তস্থায়ী বাহুযুগল;তিনি তোমার সম্মুখ থেকে দুশমনকে দূরকরলেন,আর বললেন, বিনাশ কর।