32. কারণ তাদের আঙ্গুরলতা সাদুমেরআঙ্গুরলতা থেকে উৎপন্ন;আমুরার ক্ষেতের আঙ্গুরলতা থেকেউৎপন্ন;তাদের আঙ্গুর ফল বিষময়,তাদের গুচ্ছ তিক্ত;
33. তাদের আঙ্গুর-রস সাপের বিষ,তা কালসাপের ভয়ংকর বিষ।
34. এই কি আমার কাছে সঞ্চিত নয়?আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নয়?
35. প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ,যে সময়ে তাদের পা পিছলে যাবে;কেননা তাদের বিপদের দিন নিকটবর্তী,তাদের জন্য যা যা নিরূপিত,শীঘ্রই আসবে।
36. কারণ মাবুদ তাঁর লোকদের বিচারকরবেন,তাঁর গোলামদের উপরে সদয় হবেন;যেহেতু তিনি দেখবেন,তাদের শক্তি গেছে,গোলাম বা স্বাধীন মানুষ— কেউই নেই।
37. তিনি বলবেন, কোথায় তাদের দেবতারা,কোথায় সেই শৈল, যার আশ্রয় নিয়েছিল,
38. যা তাদের কোরবানীর চর্বি ভোজনকরতো,তাদের পেয় উৎসর্গের আঙ্গুর-রস পানকরতো?তারাই উঠে তোমাদের সাহায্য করুক,তারাই তোমাদের আশ্রয় হোক।
39. এখন দেখ, আমি, আমিই তিনি;আমি ছাড়া আর কোন আল্লাহ্ নেই;আমি হত্যা করি, আমিই সজীব করি;আমি আঘাত করেছি, আমিই সুস্থ করি;আমার হাত থেকে উদ্ধারকারী কেউইনেই।
40. কেননা আমি আসমানের দিকে হাতউঠাই,আর বলি, আমি অনন্তজীবী,
41. আমি যদি আমার তলোয়ার বজ্রে শাণদিই,যদি বিচারসাধনে হস্তক্ষেপ করি,তবে আমার বিপক্ষদের প্রতিশোধ নেব,আমার বিদ্বেষীদেরকে প্রতিফল দেব।
42. আমি নিজের সমস্ত তীর মাতাল করবোরক্তপানে,নিহত ও বন্দী লোকদের রক্তপানে;আমার তলোয়ার গোশ্ত খাবে,শত্রু-সেনাদের মাথা খাবে।
43. হে সমস্ত জাতি, তাঁর লোকদের সঙ্গেআনন্দ-চিৎকার কর;কেননা তিনি তাঁর গোলামদের রক্তেরপ্রতিফল দেবেন,তাঁর বিপক্ষদের প্রতিশোধ নেবেন, তাঁরদেশের জন্য,তাঁর লোকদের জন্য কাফ্ফারা দেবেন।
44. আর মূসা ও নূনের পুত্র ইউসা এসে লোকদের কর্ণগোচরে এই গজলের সমস্ত কথা বললেন।
45. মূসা সমস্ত ইসরাইলের কাছে এসব কথা বল সমাপ্ত করলেন;
46. আর তাদেরকে বললেন, আমি আজ তোমাদের কাছে সাক্ষ্যরূপে যা যা বললাম, তোমরা সেসব কথায় মনোযোগ দাও, আর তোমাদের সন্তানরা যেন এই শরীয়তের সমস্ত কথা পালন করতে যত্নবান হয়, এজন্য তাদেরকে তা হুকুম করতে হবে।