27. কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে,পাছে তাদের দুশমনদের বিপরীত বিচারকরে,পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত,এসব কাজ মাবুদ করেন নি।
28. কেননা ওরা যুক্তিবিহীন জাতি,ওদের মধ্যে বিবেচনা নেই।
29. আহা, কেন তারা জ্ঞানবান হয়ে এই কথাবোঝে না?কেন নিজেদের শেষ দশা বিবেচনা করেনা?
30. এক জন কিভাবে হাজার লোককেতাড়িয়ে দেয়,দু’জনকে দেখে দশ হাজার পালিয়ে যায়?না, তাদের শৈল তাদেরকে বিক্রিকরলেন,মাবুদ তাদেরকে তুলে দিলেন।