22. কেননা আমার ক্রোধে আগুন প্রজ্বলিতহল,তা নিচস্থ পাতাল পর্যন্ত দগ্ধ করে,দুনিয়া ও তাতে উৎপন্ন বস্তু গ্রাস করে,পর্বতগুলোর মূলে আগুন লাগায়।
23. আমি তাদের উপরে অমঙ্গল রাশিকরবো,তাদের প্রতি আমার সমস্ত তীর ছুড়বো।
24. তারা ক্ষুধায় ক্ষীণ হবে,জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্তহবে;আমি তাদের কাছে জন্তুদের দাঁতপাঠাবো,ধূলির উপরে বুকে ভর করে চলা সাপেরবিষ সহকারে।
25. বাইরে তলোয়ার, গৃহমধ্যে মহাভয় বিনাশকরবে;যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ওশুক্লকেশ বৃদ্ধকে মারবে।
26. আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব,মানবজাতি মধ্য থেকে তাদের স্মৃতি মুছেফেলবো।
27. কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে,পাছে তাদের দুশমনদের বিপরীত বিচারকরে,পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত,এসব কাজ মাবুদ করেন নি।
28. কেননা ওরা যুক্তিবিহীন জাতি,ওদের মধ্যে বিবেচনা নেই।
29. আহা, কেন তারা জ্ঞানবান হয়ে এই কথাবোঝে না?কেন নিজেদের শেষ দশা বিবেচনা করেনা?
30. এক জন কিভাবে হাজার লোককেতাড়িয়ে দেয়,দু’জনকে দেখে দশ হাজার পালিয়ে যায়?না, তাদের শৈল তাদেরকে বিক্রিকরলেন,মাবুদ তাদেরকে তুলে দিলেন।
31. কেননা ওদের শৈল আমাদের শৈলেরমত নয়,আমাদের দুশমনরাও এরকম বিচার করে।
32. কারণ তাদের আঙ্গুরলতা সাদুমেরআঙ্গুরলতা থেকে উৎপন্ন;আমুরার ক্ষেতের আঙ্গুরলতা থেকেউৎপন্ন;তাদের আঙ্গুর ফল বিষময়,তাদের গুচ্ছ তিক্ত;
33. তাদের আঙ্গুর-রস সাপের বিষ,তা কালসাপের ভয়ংকর বিষ।
34. এই কি আমার কাছে সঞ্চিত নয়?আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নয়?
35. প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ,যে সময়ে তাদের পা পিছলে যাবে;কেননা তাদের বিপদের দিন নিকটবর্তী,তাদের জন্য যা যা নিরূপিত,শীঘ্রই আসবে।
36. কারণ মাবুদ তাঁর লোকদের বিচারকরবেন,তাঁর গোলামদের উপরে সদয় হবেন;যেহেতু তিনি দেখবেন,তাদের শক্তি গেছে,গোলাম বা স্বাধীন মানুষ— কেউই নেই।