দ্বিতীয় বিবরণ 29:20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

মাবুদ তাকে মাফ করতে সম্মত হবেন না, কিন্তু সেই মানুষের উপরে তখন মাবুদের ক্রোধ ও তাঁর অন্তর্জ্বালা প্রজ্বলিত হবে এবং এই কিতাবে লেখা সমস্ত বদদোয়া তার উপরে স্থায়ী হয়ে থাকবে এবং মাবুদ আসমানের নিচে থেকে তার নাম মুছে ফেলবেন।

দ্বিতীয় বিবরণ 29

দ্বিতীয় বিবরণ 29:15-21