আজ তুমি এই অঙ্গীকার করেছ যে, মাবুদই তোমার আল্লাহ্ হবেন এবং তুমি তাঁর পথে চলবে, তাঁর বিধি, হুকুম ও তাঁর সমস্ত অনুশাসন পালন করবে এবং তাঁকে মান্য করবে।