দ্বিতীয় বিবরণ 25:18-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. তোমরা যখন শ্রান্ত ও ক্লান্ত ছিলে তখন সে কিভাবে তোমার সঙ্গে পথে মিলে তোমার পিছনের দুর্বল লোকদেরকে আক্রমণ করলো; আর সে আল্লাহ্‌কে ভয় করলো না।

19. অতএব তোমার আল্লাহ্‌ মাবুদ যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার আল্লাহ্‌ মাবুদ চারদিকের সকল দুশমন থেকে তোমাকে বিশ্রাম দেবার পর তুমি আসমানের নিচ থেকে আমালেকের স্মৃতি লোপ করবে; এই কথা তোমরা ভুলে যেও না।

দ্বিতীয় বিবরণ 25