11. পুরুষেরা পরস্পর বিরোধ করলে তাদের একজনের স্ত্রী যদি প্রহারকের হাত থেকে তার স্বামীকে মুক্ত করতে এসে হাত বাড়িয়ে প্রহারকের পুরুষাঙ্গ ধরে,
12. তবে তুমি তার হাত কেটে ফেলবে, চক্ষুলজ্জা করবে না।
13. তোমার থলিতে ছোট বড় দু’রকম বাট্খারা রাখবে না।
14. তোমার বাড়িতে ছোট বড় দু’রকম মাপের পাত্র থাকবে না।