দ্বিতীয় বিবরণ 22:8-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. নতুন বাড়ি প্রস্তুত করলে তার ছাদে আলিসিয়া নির্মাণ করবে, পাছে তার উপর থেকে কোন মানুষ পড়লে তুমি তোমার বাড়িতে রক্তপাতের অপরাধ বর্তাও।

9. তোমার আঙ্গুর-ক্ষেতে দুই জাতের বীজ বপন করবে না; পাছে সমস্ত ফলে— তোমার লাগানো বীজে ও আঙ্গুর-ক্ষেতের ফলে— তুমি স্বত্বহীন হও।

10. বলদ ও গাধা একত্র জুড়ে চাষ করবে না।

11. লোম ও মসীনা-মিশানো সুতায় তৈরি কাপড় পরো না।

12. তোমার আবরণের জন্য পরিধেয় কাপড়ের চার কোণে ঝালর দিও।

13. কোন পুরুষ যদি বিয়ে করে স্ত্রীর কাছে গমন করে, পরে তাকে ঘৃণা করে,

দ্বিতীয় বিবরণ 22