দ্বিতীয় বিবরণ 17:12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

কিন্তু যে ব্যক্তি দুঃসাহসপূর্বক আচরণ করে, তোমার আল্লাহ্‌ মাবুদের পরিচর্যা করার জন্য সেই স্থানে দণ্ডায়মান ইমামের কিংবা বিচারকর্তার কথার অবাধ্য হয়, সেই মানুষ হত হবে। এভাবে তুমি ইসরাইলের মধ্য থেকে দুষ্টাচার লোপ করবে।

দ্বিতীয় বিবরণ 17

দ্বিতীয় বিবরণ 17:9-17