3. তুমি কোন ঘৃণার বস্তু ভোজন করবে না।
4. এসব পশু ভোজন করতে পার— গরু, ভেড়া এবং ছাগল, হরিণ,
5. কৃষ্ণসার এবং বনগরু, বন্য ছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।
6. আর পশুদের মধ্যে যত পশু সমপূর্ণ দ্বিখণ্ড খুরবিশিষ্ট ও জাবর কাটে, সেসব তোমরা ভোজন করতে পার।
7. কিন্তু যারা জাবর কাটে, কিংবা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাদের মধ্যে এগুলো ভোজন করবে না— উট, খরগোস ও শাফন; কেননা তারা জাবর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তারা তোমাদের পক্ষে নাপাক;
8. আর শূকর দ্বিখণ্ড খুরবিশিষ্ট বটে, কিন্তু জাবর কাটে না, সে তোমাদের পক্ষে নাপাক; তোমরা তাদের গোশ্ত ভোজন করবে না, তাদের শব স্পর্শও করবে না।
9. পানিতে বাস করা প্রাণীদের মধ্যে এসব তোমাদের খাদ্য; যাদের ডানা ও আঁশ আছে, সেগুলোকে ভোজন করতে পার।
10. কিন্তু যাদের ডানা ও আঁশ নেই, সেগুলোকে ভোজন করবে না, তারা তোমাদের পক্ষে নাপাক।
11. তোমরা সমস্ত রকমের পাক-পবিত্র পাখি ভোজন করতে পার।
12. কিন্তু এগুলো ভোজন করবে না; ঈগল, হাড়গিলা ও কূরল,
13. গৃধ্র, চিল ও নিজ নিজ জাত অনুসারে শঙ্করচিল,
14. আর নিজ নিজ জাত অনুসারে সমস্ত রকম কাক,
15. আর উটপাখি, রাত্রিশ্যেন, গাংচিল ও
16. নিজ নিজ জাত অনুসারে শ্যেন,
17. এবং পেচক, মহাপেচক ও দীর্ঘগল হংস;
18. ক্ষুদ্র পানি-ভেলা, শকুনী ও মাছরাঙ্গা এবং সারস ও নিজ নিজ জাত অনুসারে বক, টিট্রিভ ও বাদুড়।