16. নিজ নিজ জাত অনুসারে শ্যেন,
17. এবং পেচক, মহাপেচক ও দীর্ঘগল হংস;
18. ক্ষুদ্র পানি-ভেলা, শকুনী ও মাছরাঙ্গা এবং সারস ও নিজ নিজ জাত অনুসারে বক, টিট্রিভ ও বাদুড়।
19. আর পাখাবিশিষ্ট যাবতীয় পোকাও তোমাদের পক্ষে নাপাক; এসব অখাদ্য।
20. তোমরা সমস্ত পাক-পবিত্র পাখি ভোজন করতে পার।
21. তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর গোশ্ত ভোজন করবে না; তোমার নগর-দ্বারের মধ্যবর্তী কোন বিদেশীকে ভোজনের জন্য তা দিতে পার, কিংবা বিজাতীয় লোকের কাছে বিক্রি করতে পার; কেননা তুমি তোমার আল্লাহ্ মাবুদের পবিত্র লোক। তুমি ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধে রান্না করবে না।