দ্বিতীয় বিবরণ 14:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের সন্তান; তোমরা মৃত লোকদের জন্য নিজ নিজ শরীর ক্ষত-বিক্ষত করবে না এবং ভ্রূর মধ্যস্থল ক্ষৌরি করবে না।

2. কেননা তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের পবিত্র লোক; ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য থেকে মাবুদ তাঁর নিজস্ব লোক করার জন্য তোমাকেই মনোনীত করেছেন।

3. তুমি কোন ঘৃণার বস্তু ভোজন করবে না।

4. এসব পশু ভোজন করতে পার— গরু, ভেড়া এবং ছাগল, হরিণ,

5. কৃষ্ণসার এবং বনগরু, বন্য ছাগল, বাতপ্রমী, পৃষত এবং সম্বর।

দ্বিতীয় বিবরণ 14