দ্বিতীয় বিবরণ 1:2-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. সেয়ীর পর্বত দিয়ে হোরেব থেকে কাদেশ-বর্ণেয় পর্যন্ত যেতে এগার দিন লাগে।

3. মাবুদ যে যে কথা বনি-ইসরাইলকে বলতে মূসাকে হুকুম করেছিলেন, সেই অনুসারে মূসা চল্লিশ বছরের একাদশ মাসের প্রথম দিনে তাদেরকে বলতে লাগলেন।

4. হিষবোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্‌ সীহোন এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের বাদশাহ্‌ উজকে আঘাত করার পর,

দ্বিতীয় বিবরণ 1