24. এজন্য তাঁর কাছ থেকে এই হাত প্রেরিত হল ও এই কথা লেখা হল।
25. লেখা কথাটি এই, ‘মিনে মিনে, তকেল, উপারসীন,’ গণিত, গণিত, তুলাদণ্ডে পরিমিত ও খণ্ডিত।
26. এর তাৎপর্য এই— ‘গণিত,’ আল্লাহ্ আপনার রাজ্যের গণনা করেছেন, তা শেষ করেছেন;
27. ‘তুলাদণ্ডে পরিমিত,’ আপনি দাড়িপাল্লায় পরিমিত হয়ে লঘুরূপে নির্ণীত হয়েছেন;