তখন বখতে-নাসার সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়ে বললেন, হে সর্বশক্তিমান আল্লাহ্র গোলাম শদ্রক, মৈশক ও অবেদ্-নগো, বের হয়ে এসো। তখন শদ্রক, মৈশক ও অবেদ্-নগো আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন।