11. যে ব্যক্তি উবুড় হয়ে সেজ্দা না করবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে।’
12. ব্যাবিলন প্রদেশের রাজকর্মে আপনার নিযুক্ত শদ্রক, মৈশক ও অবেদ্-নগো নামে কয়েক জন ইহুদী আছে; হে বাদশাহ্, সেই ব্যক্তিরা আপনাকে মান্য করে নি; তারা আপনার দেবতাদের সেবা করে না এবং আপনি যে সোনার মূর্তি স্থাপন করেছেন, তাকেও সেজ্দা করে না।
13. তখন বখতে-নাসার ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে আনতে হুকুম করলেন; তাতে তাদেরকে বাদশাহ্র সম্মুখে আনা হল।