তখন বাদশাহ্ বখতে-নাসার উবুড় হয়ে দানিয়ালকে সেজ্দা করলেন এবং তাঁর উদ্দেশে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করতে হুকুম দিলেন।