তখন অরিয়োক তাড়াতাড়ি দানিয়ালকে বাদশাহ্র কাছে নিয়ে গেলেন, আর বাদশাহ্কে এই কথা বললেন, নির্বাসিত ইহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পেলাম; ইনি বাদশাহ্কে তাঁর স্বপ্নের তাৎপর্য জানাবেন।