দানিয়াল 1:5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে বাদশাহ্‌ এও স্থির করলেন যে, তাদের যেন বাদশাহ্‌র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস থেকে প্রতিদিনের অংশ দেওয়া হয়; এবং তাদেরকে এভাবে তিন বছর পরিপোষণ করতে হবে যেন সেই সময়ের শেষে তারা বাদশাহ্‌র কাছে দাঁড়াতে পারে।

দানিয়াল 1

দানিয়াল 1:1-7